নাশকতার চেষ্টাকালে জামায়াতের ৬ কর্মী গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৩, ২১:৩৬
অ- অ+

চাঁদপুরের কচুয়ায় নাশকতার চেষ্টাকালে অভিযান চালিয়ে জামায়াতের ৬ সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে গ্রেপ্তার ছয়জনকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।

এর আগে আজ ভোরে উপজেলার ঘাগড়া এলাকা সেলিম মাষ্টারের বাড়ি সংলগ্ন সড়কে নাশকতার চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করেন কচুয়া থানা পুলিশ।

গ্রেপ্তার জামায়াত কর্মীরা হলেন- ফরিদগঞ্জের মো. আবু নোমান (৫৪) ও একই উপজেলার মো. মঈন উদ্দিন (২৩), কচুয়া পৌরসভা এলাকার আবু সাঈদ (৪০), কুমিল্লা জেলার হোমনা থানার সাব্বির হোসেন (২০), কচুয়া মনপুরার মো. খালেদ (৩০), ঘাগড়া এলাকার মো. তাজুল ইসলাম (২৩)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২৭নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা