নির্বাচনে আ.লীগের কেউ অংশ নিতে চাইলে বাধা নেই: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৩, ২৩:২৭
অ- অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য জোর চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান। বলেন, যদি আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তাদেরকে কোন বাধা দেয়া হবে না।

বুধবার মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় তিনি বিএনপিকে শেষ মুর্হুতে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান।

শাজাহান খান বলেন, বিএনপি যদি এখনো বলে, তারা নির্বাচনে অংশ নেবে তাহলে মনোনয়নপত্রের সময়সীমা বাড়িয়ে দেয়া যেতে পারে। তবে নির্বাচন ওই ৭ জানুয়ারি হতে হবে। নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই। তাছাড়া এখন সকলেই নির্বাচনে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী বলেও দিয়েছে, এবারের নির্বাচন হবে অংশগ্রহণমূলক।

এ সময় মাদারীপুর-২ আসন থেকে টানা ৭ বার আওয়ামী লীগ থেকে মনোনীত হওয়ায় শাজাহান খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মাদারীপুর জেলা যুবলীগের সহ-সভাপতি আক্তার হাওলাদারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের নিয়ে শাজাহান খানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সম্পদের হিসাব ফেসবুকে দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
পাবনার রমা দাশগুপ্ত থেকে টলিউডের মহানায়িকা সুচিত্রা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনী, প্রজ্ঞাপন জারি
শীতে ঠান্ডা পানি খেলে ওজন বাড়ে! কতটা সত্যি? কী বলছেন পুষ্টিবিদরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা