বিশ্ব তায়কোয়ান্দো গ্র্যান্ড প্রিক্সে ইরানিদের চার স্বর্ণ পদক

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ০০:১০

ইরানের প্যারা তায়কোয়ান্দো ক্রীড়াবিদরা ইংল্যান্ডের ম্যানচেস্টারে ২০২৩ সালের বিশ্ব তায়কোয়ান্দো গ্র্যান্ড প্রিক্সে চারটি স্বর্ণপদক জিতেছে। দেশটির এই চার প্রতিনিধি প্যারিসে ২০২৪ সালের প্যারালিম্পিক গেমসে টিকিট নিশ্চিত করেছে।

ইরানের মরিয়ম আবদুল্লাহপুর কে৪৪ নারী -৪৭ কেজি ওজন-শ্রেণিতে পেরুর লিওনর অ্যাঞ্জেলিকা এস্পিনোজাকে ১৫-৫-এ হারিয়ে স্বর্ণপদক জিতেছেন। এই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন মেক্সিকান ক্লডিয়া রোমেরো।

কে৪৪ পুরুষ -৭০ কেজিতে মাহদি পুররাহনামা উজবেকিস্তানের জাভোখির আলিকুলভকে ১৭-১০-এ হারিয়ে সোনা জিতেছেন। এই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন আজারবাইজানের ইমামউদ্দিন খলিলভ।

আলিরেজা বখত কে৪৪ পুরুষ -৮০ কেজিতে কোরিয়ার জিওংহুন জুকে ২৯-১৮-এ পরাজিত করেছেন। এই বিভাগে উজবেকিস্তানের আসাদবেক তোশতেমিরভ ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেন।

হামেদ হাগশেনাস কে৪৪ পুরুষ +৮০ কেজিতে স্বর্ণপদক জিতেছেন। তিনি ক্রোয়েশিয়ার ইভান মিকুলিককে ১৭-২ গোলে হারিয়ে ইরানের হয়ে চতুর্থ সোনা জিতেছেন। ব্রোঞ্জ জিতেছেন তুরস্কের মেহমেত সামি সারাক। সূত্র: তেহরান টাইমস

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :