পাবনায় প্রার্থীদের হুমকি দেওয়া ছাত্রলীগ নেতাকে আদালতে তলব

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৩| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৩
অ- অ+

পাবনা-৩ (ভাঙ্গুড়া-ফরিদপুর-চাটমোহর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মকবুল হোসেন চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না বলে হুমকি দেওয়া জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজকে তলব করেছেন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত।

আজ সোমবার সকালে তলবের এই নোটিশ জারি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান সবুজ বলেন, ‘আদালতের প্রতি সম্মান দেখিয়ে আগামীকাল পাবনা জেলা যুগ্ম জজ আদালতে আমার বক্তব্য উপস্থাপন করব। সেদিনকার বক্তব্য আমার প্রতিপক্ষ ভুলভাবে উপস্থাপন করেছে।

গত শনিবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নৌকার প্রার্থীর পক্ষে এক পথসভায় মিজানুর রহমান সুবজ বলেন, ‘মকবুল চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না, যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কোনো ছাত্রনেতা যদি নৌকার বিপক্ষে অবস্থান করে, তাহলে আমরা তাকে ছাত্রলীগে থাকতে দেব না। শুধু ছাত্রলীগ কেন, ভবিষ্যতে যুবলীগ ও আওয়ামী লীগ কোনো সংগঠনে আমরা জায়গা দেব না।’

তার এই বক্তব্যে ‘পাবনা-৩ আসনে তোলপাড় শুরু হয়। শুরু হয় সমালোচনার ঝড়।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা