ফেরদৌসের মনোনয়ন বৈধ, বললেন ‘ভোট উৎসব দেখতে চাই’

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৪:৪২| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৬
অ- অ+

যাচাই-বাছাই শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফেরদৌস সাংবাদিকদের জানালেন, তিনি ভোটের উৎসব দেখার অপেক্ষায় রয়েছেন।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় রিটার্নিং কার্যালয়ের সন্মেলন ক‌ক্ষে যাচাই বাছাই শে‌ষে ফেরদৌসসহ তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ঘোষণা ক‌রেন ঢাকা বিভা‌গীয় কমিশনার মো. সা‌বিরুল ইসলাম।

এ সময় উপস্থিত সাংবাদিকদের ফেরদৌস বলেন, ‘আমরা ৭ জানুয়ারি আনন্দঘন পরিবেশে একটা ভোটের উৎসব দেখার অপেক্ষায়। আমরা চাই, ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোট প্রয়োগ করুক। বিশেষ করে তরুণ ভোটাররা। যারা এবার প্রথমবারের মতো ভোট দেবে।’

বিএনপি না আসায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কি না প্রশ্নে ফেরদৌস বলেন, ‘বিএনপি দলীয়ভাবে নির্বাচনে না এলেও তাদের দলের অনেকেই নির্বাচনে এসেছেন। এছাড়া তৃণমূল বিএনপি, বিএনএমসহ অনেক দল নির্বাচনে অংশ নিচ্ছে। যারা নির্বাচনে মনোনয়ন নিয়েছে তারা জয়ের ব্যাপারে আশাবাদী বলেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউকে ছোট করে দেখার সুযোগ নেই।’

এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে উল্লেখ করে ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী ফেরদৌস বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। সুতরাং আমি আশা করি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২৬ নভেম্বর ২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ। সেদিন ঢাকা-১০ আসনের প্রার্থী হিসেবে নায়ক ফেরদৌসের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সহকর্মী ও ভক্ত-সমর্থকদের শুভেচ্ছায় ভাসতে থাকেন ফেরদৌস।

এবার ঢাকা-১০ ছাড়াও আরও একটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এই নায়ক। যদিও সেই আসনটির নাম প্রকাশ করেননি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ফেরদৌস। তবে গুঞ্জন আছে, ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্রও তুলেছিলেন তিনি।

এর আগে চলতি বছরের ১৭ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন ফেরদৌস। কিন্তু ওই আসনে দল থেকে মনোনয়ন দেয় মোহাম্মদ আলী আরাফাতকে। তিনি পাসও করেন। এবার ঢাকা-১৭ থেকে আরাফাতই মনোনয়ন পেয়েছেন।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সম্পদের হিসাব ফেসবুকে দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
পাবনার রমা দাশগুপ্ত থেকে টলিউডের মহানায়িকা সুচিত্রা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনী, প্রজ্ঞাপন জারি
শীতে ঠান্ডা পানি খেলে ওজন বাড়ে! কতটা সত্যি? কী বলছেন পুষ্টিবিদরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা