কিউই বধে অনুশীলনে ঘাম ঝরালো টাইগাররা

নিবেদিতা বিনতে ওয়াদুদ, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৮ | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৩

ঘরের মাঠে টেস্টে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য দ্বিতীয় টেস্ট জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা। সেই লক্ষেই মিরপুরে দীর্ঘ অনুশীলনে ঘাম ঝরিয়েছে টাইগাররা।

সোমবার দুপুর দেড়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নামে বাংলাদেশ। এসময় কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসেই উইকেটে নজর রাখেন। উইকেটে কেমন হবে সেটি নিয়েই আলোচনা চলে তাদের মধ্যে।

এরপর অনুশীলনে নেমেই ফুটবল খেলে গা গরম করতে থাকেন ক্রিকেটাররা। এসময় খুব উৎফুল্ল মেজাজে থাকা ক্রিকেটারদের খুনসুটি করতেও দেখা যায়। টাইগারদের অনুশীলন দেখে বোঝাই যায় কিউইদের হারিয়ে ফুরফুরে মেজাজেই রয়েছে তারা।

আউটডোরের পরে ইনডোরে অনুশীলন শুরু করে টাইগাররা। নেটে নিজেদের ঝালিয়ে নিতে থাকেন ব্যাটার ও বোলাররা। তাইজুল, মুমিনুল হক, খালিদ আহমেদ, হাসান মাহামুদ, মিরাজরা নেটে বোলিং করেছেন দীর্ঘসময়।নিজেদের ব্যাটিংটাকেও ঝালিয়ে নিয়েছেন টাইগার ব্যাটারা। টাইগারদের অনুশীলনের সময়ে দেখা গেছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারকে। তারা দীর্ঘসময় নজর রাখেন টাইগারদের অনুশীলনের ওপর। তিন ঘণ্টার মতো অনুশীলন করে নিজেদের প্রথম দিনের অনুশীলন শেষ করে টাইগাররা। ঢাকা টেস্টের আগে মঙ্গলবার শেষবারের মতো অনুশীলনে নামবে টাইগাররা।

এরআগে সকালে অনুশীলনে নামে নিউজিল্যান্ড। প্রথম টেস্টে বাংলাদেশের স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা হয়েছিল কিউইরা। ঢাকা টেস্টের আগে তাই স্পিন অনুশীলনেই মনোযোগ দেখা গেছে তাদের। সিলেট টেস্টে স্পিন বলে ভুগতে থাকা কেইন উইলিয়ামসনরা এদিন কেবল স্পিনেই অনুশীলন করেছেন। নেটে থাকা ব্যাটাররা স্পিন বোলাদের বেশি সামলেছেন। আভাস আছে, ঢাকা টেস্টেও হতে পারে স্পিন পিচ। সেই উপলক্ষে নিজেদের আগে থেকেই শানিয়ে রাখছে তারা। আগামীকাল তারাও শেষবারের মতো নামবে অনুশীলনে।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :