পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে নতুন বিসিবি সভাপতি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৪, ১৩:৪৯
অ- অ+

পূর্বাচলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিজস্ব অর্থায়নে তৈরি করার কথা ছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ‘দ‌্য বোট।’ তবে অনিয়মের অভিযোগে ওই স্টেডিয়ামসহ বিসিবির আর্থিক বিষয়াদি খতিয়ে দেখার কথা জানিয়েছে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। একইসঙ্গে স্টেডিয়াম নির্মাণকাজের দরপত্র গ্রহণ প্রক্রিয়াও বাতিল করা হয়েছে। এরপর আজ (শনিবার) শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে গেছেন ফারুকসহ বিসিবির অন্য কর্মকর্তারা।

পূর্বাচলে বিসিবি সভাপতির স্টেডিয়াম পরিদর্শনকালে তার সঙ্গে আছেন পরিচালক খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম, নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন।

এর আগে বৃহস্পতিবার বিসিবির প্রথম সভা শেষে স্টেডিয়ামটির দরপত্র বাতিলের কথা জানিয়ে সভাপতি ফারুক বলেন, ‘বাতিল হয়েছে কারণ, আপনারা জানেন এত বড় প্রকল্পের জন্য মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে। ওখান থেকে আমরা খুব বেশি হ্যাঁ বা না, কোনোটিই পাইনি। আর যেহেতু সময় নেই, আগামীকালই শেষ দিন, এজন্য আমাদের এটা করতে হতো (বাতিল)। যদি পরিস্থিতির উন্নতি হয়, যদি আমরা মনে করি, রিভাইজ করে কিছু করা যায় কি না, তাহলে আমরা চেষ্টা করব নতুন করে কিছু করার জন্য।’

এ ছাড়া স্টেডিয়ামটির নাম এবং নৌকার আদলে হওয়া নকশাতেও পরিবর্তন করা হবে বলে জানা গেছে। বিসিবির পক্ষ থেকে স্টেডিয়াম পরিদর্শনের কথা জানিয়ে ওই সময় আরও বলা হয়, ‘এই মাঠ আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি। কারণ যে টাকাটা খরচ হয়েছে তার শতভাগ তো পাওয়া যাবে না, কারণ প্রকল্প অনেক বড় ছিল। ওখান থেকে আমরা ছোট করে যতটাকা খরচ হয়েছে, কিছু যদি আমরা রিকভারি করতে পারি সেই চেষ্টা করব। ধরুন, খেলার দুটো মাঠ যদি আমরা করতে পারি মূল নকশা ঠিক করে, সেই চেষ্টা করব। কনসালটেন্সি ফার্মকে কিছু টাকা যে দেওয়া হয়েছে, ওখান থেকে যাতে আমরা কিছু রিটার্ন পাই কি না সেটাও দেখা হবে।’

এই স্টেডিয়ামকে ঘিরে দুটি মাঠসহ পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স গড়ে তোলার জন্য ২০১৯ সালে সরকারের কাছ থেকে নামমাত্র মূল্যে মাত্র ১০ লাখ টাকায় প্রায় সাড়ে ৩৭ একর জমি পায় বিসিবি। যে জমির দাম এখন ৩ হাজার ৫০০ কোটি টাকারও বেশি বলে ধরে নেওয়া হয়।

তবে করোনা মহামারিসহ নানা কারণে গত পাঁচ বছরে স্টেডিয়ামের নির্মাণকাজের তেমন কিছুই এগোয়নি। গত মার্চে জানা যায়, দুটি টার্ফের উইকেটসহ মাঠ রক্ষণাবেক্ষণ এবং প্রকল্প কার্যালয় নির্মাণে প্রায় দুই কোটি টাকা সেখানে ব্যয় করেছে বিসিবি।

এর বাইরে পূর্বাচলে বালু নদের তীরে ৪৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়াম তৈরির উদ্দেশ্যে অস্ট্রেলিয়ার কনসালটেন্সি ফার্ম পপুলাসকে নিয়োগ দেয় বিসিবি, যাদের পরামর্শ ফি হিসেবে ৭৬ কোটি টাকা দেওয়ার কথা ছিল।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা