ড. ইউনূস যেতে পারবেন বিদেশে, হাজিরা থেকে অব্যাহতি
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৩ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তিগত হাজিরা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ আদেশ দেন।
ড. ইউনূসের পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন আদালত।
এদিন ড. মুহাম্মদ ইউনূস সপ্তমবারের মতো শ্রম আদালতে হাজির হন। তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের শুনানিতে অংশ নিতে বুধবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে উপস্থিত হন আদালতে। তার উপস্থিতিতে বিকাল ৫টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে।
(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এমএইচ/ইএস)