প্রার্থিতা ফিরে পেতে ইসিতে কমেডিয়ান চিকন আলীর আপিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৬:১৪
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী কৌতুক অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী।

শুক্রবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবেশ করেন তিনি। পরে নির্বাচন কমিশনের ২ নম্বর বুথে (রাজশাহী অঞ্চলে) এ আপিল আবেদন জমা দেন।

এসময় চিকন আলী বলেন, ‘আমার সমস্যা মনোনয়ন ফরমের ক্রমিক নাম্বার নিয়ে। এটা খুবই সাধারণ সমস্যা। আশা করছি দ্রুত মনোনয়ন ফিরে পাবো। এবারই প্রথম আমি ভোট করছি। আগামী ১৩ ডিসেম্বর জানা যাবে আমি মনোনয়ন পাব কি না।’

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নওগাঁ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ঢাকাই সিনেমার কৌতুক অভিনেতা শামিনুরের মনোনয়নপত্রের সঙ্গে সংসদীয় এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরিত সমর্থনসূচক তালিকায় ক্রমিক নম্বর ছিল না।

পাশাপাশি আরও কিছু ভুল পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। আসনটিতে বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও আওয়ামী লীগের প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্তীসহ পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!
মেঘনায় অনুমোদনহীন ডেন্টালে জীবাণুযুক্ত যন্ত্রপাতি ব্যবহার, ছড়াচ্ছে হেপাটাইটিস বি
ই-হজ সিস্টেমে ভিসা বাতিল করার অপশন চালু
পাকিস্তানি বিনোদন অঙ্গনের ওপর কঠোর সিদ্ধান্ত নিল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা