বিএনপি ভোটে অংশ নিলে ভালো হতো, এটা সকলেই ফিল করে: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৬ | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৫:০৮

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমরা প্রথম থেকে বিএনপিকে আহ্বান জানিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি, তারা সাড়া দেয়নি।’

তিনি বলেন, ‘বিএনপি একটি গুরুত্বপূর্ণ দল। তারা অংশ নিলে নির্বাচনটা অনেক বেশি অংশগ্রহণমূলক হতো, এটা সকলেই ফিল করে।’

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

নির্বাচন গ্রহণযোগ্যতার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সমস্যা হবে কি না? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, সে বিষয়ে আমি কোনো কথা বলবো না। সেটা নির্বাচনের পরে দেখা যাবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ডোনার দেশগুলো দেখতে চাচ্ছে নির্বাচন। সেটাকে চাপ বলেন বা সেনসেটাইজেশন বলেন, ওরা সমস্ত দৌড়ঝাঁপগুলো করছে। আমরা দেখেছি। যার ফলে সরকারও বারবার বলেছে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। আমাদের তরফ থেকেও আমরা বলেছি নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল কমিউনিটিতে একটা মেম্বার এবং কমিটি অফ নেশনসে আমরা সদস্য। আন্তর্জাতিকভাবেও নির্বাচনটা সুন্দর হোক, স্বচ্ছ হোক, সকলের কাছে বহির্বিশ্বের কাছেও নির্বাচনটা একটা ভালো গ্রহণযোগ্যতা পাক সেই প্রত্যাশা সকলের মধ্যে, আমাদেরও আছে। আমরা আমাদের দিক থেকে ফ্রি ফেয়ার এবং পিসফুল নিশ্চিত করার জন্য আমরা জোর দিচ্ছি।’

বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিহত যদি উনারা করতে চান এটা উনাদের পলিসি। সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা কেবল নির্বাচনটা পিসফুললি করতে চাই।’

জাপান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, ‘তাদের অবজারবেশন টিমের সদস্য জাপান থেকে এখানকার মিশন থেকে আসবেন। উনারা নির্বাচনটাকে গুরুত্ব দিচ্ছেন। তারা নির্বাচনটা পর্যবেক্ষণ করতে চায়। আমাদের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে তাদের সামনে তুলে ধরেছি।’

প্রচারণা তো শুরু হয়েছে, নানা চেষ্টার পর দেশের অন্যতম বড় একটি রাজনৈতিক দলকে নির্বাচনে আনতে পারেননি, এই মুহূর্তে যে নির্বাচন শুরু হচ্ছে সেটা নিয়ে কতটুকু স্বস্তি বোধ করছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘অস্বস্তি বা স্বস্তি কিছুই আমার মধ্যে নেই। আমার দায়িত্ব হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচন কমিশন প্রশাসন ও সরকারের সাহায্য নিয়ে নির্বাচনটা করতে যাচ্ছে, এখানে আমার ব্যক্তিগত স্বস্তি অস্বস্তি গুরুত্বপূর্ণ নয়। তবে অংশগ্রহণমূলক নির্বাচন হলে সেটা অনেক ভালো হতো।’

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এলএম/এএম/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সব জেলায় বইছে তাপপ্রবাহ, শনিবার থেকে বৃষ্টির আভাস

‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি বাস্তবায়নে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জেন্ডার সমতা-নারীর ক্ষমতায়নে ভূমিকা: মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রশংসা জাতিসংঘের আন্ডার সেক্রেটারির

উপজেলা নয়, এখন থেকে জেলাভিত্তিক হবে উন্নয়ন পরিকল্পনা

বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

উন্নত বিশ্বকে কার্বন নিঃসরণ কমানোর দিকে মনোযোগ দিতে হবে: পরিবেশমন্ত্রী

ডেঙ্গু রোগীর বাড়িসহ আশপাশের এলাকায় সচেতনতা জোরদারের তাগিদ

২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন, কোন খাতে কত বরাদ্দ

লালবাগে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টায় ঢাকা আরও বাসযোগ্য হয়ে উঠবে: ডিসি মোস্তাক 

এই বিভাগের সব খবর

শিরোনাম :