এবার বড় চ্যালেঞ্জ ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিত করা: পাপন 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:০১ | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:৫৯

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘এবারের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত করা। কাজেই আজকে থেকেই কাজ শুরু করে দিতে হবে যেন ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা যায়।’

সোমবার বিকাল সাড়ে চারটার দিকে ভৈরব সরকারি কেবি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় এসব কথা বলেন তিনি।

পাপন বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিতে হবে বাংলাদেশের মানুষ স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর সৈনিক, জননেত্রীর শেখ হাসিনার সৈনিক। তারা দেশের সংবিধান মেনে জনগণ ভোট দিয়েছেন।’

এ সময় তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই দেশটা দিয়েছেন। তিনি আমাদের একটি পতাকা ও একটি সংবিধান দিয়েছেন। আমাদের দেশে এখনও কিছু কুচুক্রি ও ষড়যন্ত্রকারী আছে তারা দেশের স্বাধীনতা ও সংবিধানকে বিশ্বাস করে না। তারা দেশটাকে ভালোবাসে না। তারা কিন্তু দেশের স্বাধীনতা ও সংবিধানকে ধ্বংস করতে তৎপর। তাই এবারের নির্বাচনেই ফয়সালা হবে এই দেশে হয় স্বাধীনতার পক্ষের শক্তি আমরা থাকবো না হয় তারা থাকবে।’

এ সময় কর্মীসভায় উপজেলার সাত ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ডের কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে কর্মী সভায় উপস্থিত হন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/আরএএইচ/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :