আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য বিষফোড়া: ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৭:১৬ | প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৫২

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের স্লোগান দিলেও তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা জন্মলগ্ন থেকেই ফ্যাসিবাদী চেতনায় বিশ্বাসী। তাই আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য বিষফোড়া। তারা সরকারে থাকলেও বিপদ আর বিরোধী দলে গেলে আপদ।’

বর্তমান সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে রবিবার লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতাকর্মীরা এক মিছিল বের করে। এ সময় রাজপথে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন ডা. ইরান।

তিনি বলেন, ‘তামাশার নির্বাচনে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যাবে না।’ তার দাবি, ‘আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করতেই আবার নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে। একতরফা নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নাই। তামাশার নির্বাচন জনগণের জন্য অভিশাপ আর দখলদার আওয়ামী লীগের জন্য মহোৎসব। তাই আওয়ামী জুলুমতন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষায় দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

নগর সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মো. পান্না মিয়া, মহানগর নেতা বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, ইমরান হোসেন, ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মো. মিলন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজোয়ান আহমেদসহ অনেকে।

মিছিলটি বিজয়নগর থেকে শুরু হয়ে পুরানা পল্টন, সচিবালয়, তোপখানা রোড হয়ে আল-রাজি কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/জেবি/এজে)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ভাগ-ভাটোয়ারার গণ্ডগোলে বেনজীরের দুর্নীতি সামনে এসেছে: রিজভী

বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আ.লীগই শেষ হয়ে যাচ্ছে: সালাম

দুর্নীতি নিয়ে সরকারদলীয় লোকদের ওপর ঢালাও অভিযোগ করার সুযোগ নেই: হানিফ

স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে বিএনপির গভীর আঁতাত রয়েছে: ওবায়দুল কাদের

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগের একটা লোকও মারা যাবে না: গয়েশ্বর

আমরা বঙ্গবন্ধুর অবদানকে কখনো অস্বীকার করি না: মির্জা ফখরুল

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা প্রদর্শনে যাচ্ছে বিএনপি 

জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে উত্তরা পশ্চিম থানা বিএনপির কাপড় বিতরণ

আগ্রাসন ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াচ্ছে: ১২ দলীয় জোট

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলায় ফের নির্বাচন চান পরাজিত ৩ প্রার্থী

এই বিভাগের সব খবর

শিরোনাম :