ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়া কয়েদি মো. আবু সায়েম (৬০) এর মৃত্যু হয়েছে। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে মৃত্যু নেওয়ার পর সোমবার দুপুরে তার মৃত্যু হয়।
দুপুর সোয়া দুইটার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী হাসান মিয়া বলেন, ‘আজ (সোমবার) দুপুরের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কয়েদি আবু সায়েম। কারা কর্তৃপক্ষের নির্দেশে আমিসহ কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে জানান সে আর বেঁচে নেই।’
তিনি জানান, মৃত হাজতি আবু সায়েমের কয়েদি নং১২৫৫/এ। তার পিতার নাম- আইয়ুব আলী। তবে কী মামলায় সে আটক ছিল তা জানাতে পারেনি কারারক্ষী সোহাগ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে কয়েদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়না তদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(ঢাকাটাইমস০১জানুয়ারি/এএম/এসআইএস)

মন্তব্য করুন