টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না: প্রতিমন্ত্রী রাসেল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘একটি চক্র ভোট কিনতে চায় টাকা দিয়ে। তারা বস্তিবাসীর ভোট কিনে বস্তি দখল করতে চায়। বস্তি উচ্ছেদ করতে এলে বুলডোজারের সামনে শুয়ে পড়ব। কোনোভাবেই বস্তি উচ্ছেদ করতে দেব না।'
মঙ্গলবার দুপুরে টঙ্গী বাজার হাজী নগর (মাজার বস্তি) এলাকায় পথসভায় বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী রাসেল এসব কথা বলেন। পরে তিনি গাজীপুর মহানগরের টঙ্গীর ৫৭, ৪৫, ৫৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পথসভা ও উঠান বৈঠক করেন।
প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর সমালোচনা করে রাসেল বলেন, ‘যাদের মদ ছাড়া চলে না, তারা কিভাবে মাদকমুক্ত করবে?’
এসময় প্রতিমন্ত্রী রাসেল বলেন, আমি নিজ এলাকায় সততা নিয়ে কাজ করেছি, মন্ত্রণালয়েও সততার সঙ্গে কাজ করেছি। এ কারণেই আমাকে ভালোবেসে এলাকার মানুষ বারবার আমাকে নির্বাচিত করেছে। এবারও নৌকার পক্ষে আমি বহু সমর্থন পাচ্ছি। যেখানে যাচ্ছি পথসভা করলে তা জনসভা, জনসমুদ্র বা গণজোয়ারে পরিণত হচ্ছে। আমি বিশ্বাস করি এটা অব্যাহত থাকলে ৭ জানুয়ারি নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।
রাসেল আরো বলেন, গাজীপুরে বেকার যুব/যুবাদের প্রশিক্ষণের জন্য তিনটি যুব প্রশিক্ষণ সেন্টার স্থাপন করেছি। এসব সেন্টারে তরুণ বেকারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে প্রতি বছর বহু বেকার প্রশিক্ষণ গ্রহণ করে চাকুরি এবং আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ভবিষ্যতে আরো বেশি বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করবো। মানুষের পাশে থেকে কাজ করতে পারাটা আমার অনেক ভালো লাগে, আমি শান্তি পাই। মনে প্রাণে ভালোবেসে এলাকাবাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি।
উল্লেখ্য গাজীপুর—২ আসন থেকে টানা চারবারের নির্বাচিত সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। এবার তাঁর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ ৯জন প্রার্থী।
(ঢাকাটাইমস/০২জানুয়ারি/এআর)
মন্তব্য করুন