অসহযোগ আন্দোলনের পক্ষে ঢাবি ছাত্রদলের লিফলেট বিতরণ

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৪, ২২:৩২
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসন ও ডামি’ উল্লেখ করে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে বকশিবাজার মোড় থেকে ঢাকা মেডিকেল-২ গেইট হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের গেট পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এ কর্মসূচির নেতৃত্ব দেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল বলেন, ‘আগামী ৭ জানুয়ারি নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের কফিনে সর্বশেষ পেরেক। এটা কোনো নির্বাচন হচ্ছে না, নির্বাচনের নামে ভাগ বাটোয়ারার আয়োজন করা হয়েছে। এটি একটি তামাশার ছাড়া আর কিছু নয়। তরুণ প্রজন্মের ভোটাররা সহ সকলের প্রতি আমাদের আহ্বান, এই ডামি নির্বাচন বর্জন করুন। ভোটের দিন ঘরে থাকুন, ভোটকেন্দ্রে যাবেন না। ভোটকেন্দ্রে না গিয়ে এই অবৈধ নির্বাচনকে না বলুন। ভোটকেন্দ্রে আপনার না যাওয়ায় হবে গণতন্ত্রের বিজয়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ১ নং সহ-সভাপতি মো. হাসান, যুগ্ম-সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মাছুম বিল্লাহ (এফএইচ), রাজু আহমেদ, সোহেল রানা, মাহাবুবুল আলম শাহিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন অমর একুশে হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পী, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফ খান, সহ-সভাপতি আকিব জাভেদ রাফি, ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মেহেদী হাসান রুমি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের কর্মী শামসুল হকসহ প্রমুখ।

(ঢাকাটাইমস/৩জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা