ঢাকা-২০: বাবার জন্য ট্রাক মার্কায় ভোট চাইলেন ছেলে

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৪, ১৯:০৫
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে বাবার পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন স্বতন্ত্র প্রার্থীর বড় ছেলে এসএম মাহাদ আল মামুন (ডনার)।

বাবা স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেকের ট্রাক প্রতীকের পক্ষে ভোটের জন্য মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ঢাকা-২০ ধামরাই উপজেলার প্রতিটি এলাকায় পথসভা করেন এসএম মাহাদ আল মামুন (ডনার)।

এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন ডনার। এবং তাদের কাছে ট্রাক প্রতীকে বাবার জন্য ভোট চান তিনি।

জানা গেছে, এসএম মাহাদ আল মামুনের বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক ঢাকা-২০ ধামরাই আসনের সাবেক এমপি। এছাড়াও তিনি ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন পরিষদের তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

এসএম মাহাদ আল মামুন (ডনার) বলেন, আমার বাবা একজন কর্মীবান্ধব নেতা। তিনি কর্মীদের মূল্যায়ন করেন বলেই আজ জগবন্ধু উপাধি পেয়েছেন। আমার বাবা সাধারণ মানুষের সঙ্গে অনায়াসে মিশে যেতে পারেন। রাত নেই দিন নেই বাবা সবার সমস্যায় এগিয়ে যান। এছাড়া তিনি ধামরাইয়ে ব্যাপক উন্নয়ন করেছেন। তার সময়ে ধামরাইয়ে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। সততা ও কর্মীদের ভালোবাসার জন্য এবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন বলে আমার বিশ্বাস।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
আজ  মহান মে দিবস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা