স্বতন্ত্র প্রার্থীকে হুমকি, স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মামলার নির্দেশ

কুমিল্লার দেবিদ্বারে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদকে হুমকি দেওয়ার অভিযোগে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন এই নির্দেশ দিলেও তা পরের দিন শুক্রবার প্রকাশ্যে আসে। নির্বাচন কমিশনের আদেশক্রমে এই চিঠিতে স্বাক্ষর করেন নির্বাচন কমিশনের উপসচিব আব্দুস সালাম।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, কুমিল্লা-৪ (দেবিদ্বার) নির্বাচনি এলাকার বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক লিটন সরকার গত ৫ ডিসেম্বর ভানী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদকে হুমকি দিয়ে বলেন, রাজী মোহাম্মদ ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নেই। রাজী মোহাম্মদ ফখরুলতো পরের বিষয় তুই আগে আমার থাবা থেকে বাঁচ, ওপেন চ্যালেঞ্জ দিলাম কমপিটিশনতো দূরের কথা জামানতও থাকবে না। তোর ইউনিয়নে তুই আমার সামনে দাঁড়া, তুই কত বড় সেয়ান হইছত, কত বড় গুন্ডা হইত, তুই আমার সম্মুখে কেন নৌকার বিরুদ্ধে নির্বাচন করতাছত। আমি তোর বাড়িতে গিয়ে ধরমু।
উক্ত সমর্থক সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১ (ক) এর বিধান
এ বিষয়ে কুমিল্লা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, আমরা ব্যবস্থা গ্রহণের আদেশ কপি হাতে পেয়েছি। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন