সর্বোচ্চ সতর্ক আওয়ামী লীগ, সর্বাত্মক প্রস্তুতি

জাফর আহমেদ, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:২১| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:২৪
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচনকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য করতে নানা পরিকল্পনা নিয়ে ভোটের মাঠে আছে দলটি।

বিএনপি-জামায়াতের হরতাল অরাজকতা পরিস্থিতি মোকাবিলা করার পাশাপাশি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ এবং সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতিও নিয়েছে তারা। এজন্য কেন্দ্র ভিত্তিক কমিটি করেছে আওয়ামী লীগ।

দলটির নেতারা বলেন, এবারের নির্বাচনে বিদেশিরা নজর রাখছে। আওয়ামী লীগ সবসময় বলে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, গ্রহণযোগ্য নিরপেক্ষ। সুষ্ঠু নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। কেউ যেন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে সতর্ক অবস্থানে থাকবে। আজ নির্বাচনের দিন সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের ৪২ হাজার ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো এবং নৌকার ভোটারদের প্রতিটি কেন্দ্রের জন্য ইউনিটভিত্তিক কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। প্রত্যেক কমিটিতে সদস্য আছেন ৩০০ জন তৃণমূল নেতা।

বিষয়ে আওয়ামী লীগ নেতারা জানান, ভোটারদের কেন্দ্রে আনতে এবং তাদের নিরাপত্তা দিতে কেন্দ্র ভিত্তিক কমিটি করা হয়েছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখা এবং ভোট বানচালে বিরোধীদের যেকোনো প্রচেষ্টারও মোকাবিলা করবে কমিটিগুলো।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সবসময় বলে আসছে একটি সুষ্ঠু নির্বাচন করবে। যারা নির্বাচন নিয়ে সমালোচনা করে, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন করে তাদেরকে দেখিয়ে দিতে চাই।

তিনি বলেন, যারা নির্বাচনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে হরতাল দেয় তাদের উদ্দেশ্যে সফল হবে না। দেশের মানুষ ভোট দিতে আগ্রহী হয়ে আছে। নির্বাচন নিয়ে সর্বাত্মক প্রস্তুতি আওয়ামী লীগ নিয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ঢাকা-১৩ আসনের নৌকা প্রার্থী জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য। সুষ্ঠু নির্বাচন করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/জেএ/বিবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা