ফরিদপুরে ভোট পড়েছে ৫০ শতাংশ, চলছে গণনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।
রবিবার সকাল ৮টা থেকে ব্যালট পেপারের মাধ্যমে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শীতের সকালে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটারদের উপস্থিতি।
ফরিদপুরের চারটি আসনে মোট ভোটার ১৬ লাখ ৫১ হাজার ৬৯৩ জন। চারটি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবি, সেনাবাহিনী, আনসার, র্যাব, পুলিশ সব মিলিয়ে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়। ৩৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চার জন বিজ্ঞ জজ নিয়োজিত ছিলেন। এছাড়া বিজিবি, র্যাব ও সেনাবাহিনী স্টাইকিং ফোর্স কাজ করেছে।
এদিকে ফরিদপুর-৩ আসনের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে নৌকার সমর্থকদের হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়াও কয়েকটি স্থানে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও হুমকি ধামকির ঘটনা ঘটে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, চারটি সংসদীয় আসনের গড়ে ৫০ শতাংশের বেশি ভোট প্রদান হয়েছে।
(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এআর)

মন্তব্য করুন