ফুফাত ভাই আলমকে হারিয়ে বিপুল ভোটে জয়ী তাজউদ্দীনকন্যা রিমি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ২৩:০৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি। তিনি এই আসনে চতুর্থ বারের বারের মতো নির্বাচিত হয়েছে।

গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, সিমিন হোসেন রিমি ভোট পেয়েছেন ৮৯ হাজার ৭২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও তার ফুফাতো ভাই আলম আহমেদ পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট।

১২২ ভোট কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৭৪৭এর মধ্যে প্রাপ্ত মোট ভোট ১ লাখ ৩৬ হাজার ৬৩৪টি। মোট বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৩৭২টি।

ফলাফল ঘোষণার আগে ভোট সম্পর্কে জানতে চাইলে আলম আহমেদ ঢাকা টাইমসকে বলেন, আমার ভোট নৌকার কর্মীরা কেটে নিয়ে গেছে। কাপাসিয়ার সদরের দু-একটি বাদে প্রায় প্রতিটি কেন্দ্রেই তারা ক্ষমতার প্রভাব খাটিয়েছে। তারা আমার অনেক ভোটারকে ভোটকেন্দ্র ঢুকতে দেয়নি।

এ ব্যাপারে সিমিন হোসেন রিমির বক্তব্য নেওয়ার জন্য কয়েকবার ফোন করে সংযোগ পাওয়া যায়নি।

এই আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সাত জন। বাংলাদেশ কংগ্রেস আব্দুর রব খান ডাব প্রতীকে পেয়েছেন ১৮৭ ভোট। বাংলাদেশ সুপ্রিম পার্টি মাসুদ চৌধুরী একতারা প্রতীকে ভোট পেয়েছেন ৩৭৮ ভোট। বাংলাদেশ ন্যাশনাললিস্ট ফ্রন্ট বিএনএফ টেলিভিশন প্রতীকে মো. সারওয়ার-ই-কায়নাত ভোট পেয়েছেন ১০৫। মো. সামসুদ্দিন খান জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৭৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী সামসুল হক ট্রাক মার্কায় পেয়েছেন ৩৪৩ ভোট।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :