ইইউ’র নিজস্ব সেনাবাহিনী গঠনের আহ্বান ইতালির

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ১২:১৫

শান্তিরক্ষা এবং সংঘাত প্রতিরোধে ভূমিকা রাখতে ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন ইতালির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। খবর রয়টার্সের।

ইতালীয় সংবাদপত্র লা স্ট্যাম্পার সঙ্গে সাক্ষাৎকারে দেশটির ক্ষমতাসীন ফোরজা ইতালিয়া পার্টির প্রধান তাজানি বলেন, প্রতিরক্ষা বিষয়ে ঘনিষ্ঠ ইউরোপীয় সহযোগিতা তার ফোরজা ইতালিয়া পার্টির কাছে অগ্রাধিকার হিসেবে রয়েছে।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমরা যদি বিশ্বে শান্তিরক্ষী হতে চাই, তাহলে আমাদের একটি ইউরোপীয় সামরিক বাহিনী প্রয়োজন, এটি একটি কার্যকর ইউরোপীয় পররাষ্ট্র নীতির অধিকারী হওয়ার জন্য মৌলিক পূর্বশর্ত।’

তাজানি বলেন, ‘যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়ার মতো শক্তিশালী খেলোয়াড়ের বিশ্বে - মধ্যপ্রাচ্য থেকে ইন্দো-প্যাসিফিক পর্যন্ত সংকটের কারণে - ইতালীয়, জার্মান, ফরাসি বা স্লোভেনিয়ান নাগরিকরা কেবলমাত্র এমন কিছুর মাধ্যমেই সুরক্ষিত হতে পারেন যা আগে থেকেই আছে, যেমন ইউরোপীয় ইউনিয়ন।’

তাজানি আরও বলেন, ২৭ জাতির ইইউয়ের উচিত তাদের নেতৃত্বকে স্ট্রিমলাইন করা এবং ইউরোপীয় কাউন্সিলের সভাপতি ও ইউরোপীয় কমিশনের সভাপতির বর্তমান কাঠামোর পরিবর্তে একটি একক প্রেসিডেন্ট থাকা উচিত।

প্রসঙ্গত, প্রায় দুই বছর আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর থেকে ইউরোপীয় প্রতিরক্ষা সহযোগিতা রাজনৈতিক এজেন্ডায় উঠে এসেছে। তবে সামরিক জোট ন্যাটো সম্প্রসারণের দিকেই বেশি মনোযোগ দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশ ফিনল্যান্ড গত বছর এই জোটে যোগদান করেছে এবং সুইডেনও সদস্য হওয়ার পথে রয়েছে।

উল্লেখ্য, গত বছর সিলভিও বারলুসকোনির মৃত্যুর পর ফোরজা ইতালিয়া পার্টির নেতা হন আন্তোনিও তাজানি।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষে প্রাণের কোনো চিহ্ন নেই

ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনা: ধ্বংসাবশেষের স্থান শনাক্ত

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ অনেকে

ইসরায়েলি সরকারে ভাঙনের সুর, যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

রাফা ছেড়ে পালিয়েছে ৮ লাখ লোক: জাতিসংঘ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

বুথিডং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো আরাকান আর্মি

এবার কোভ্যাক্সিনেও পার্শ্বপ্রতিক্রিয়া! যেসব উপসর্গ দেখা দিচ্ছে

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস: আল-কাসাম ব্রিগেড

আফগানিস্তানে তিন স্প্যানিশ পর্যটককে গুলি করে হত্যা 

এই বিভাগের সব খবর

শিরোনাম :