বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ১৩:০৯

মধ্যপ্রাচে চলমান উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কয়েকদিন ধরেই নিম্নমুখি। সোমবারও সেই ধারা অব্যাহত রয়েছে, এদিন অপরিশোধিত জ্বালানি তেলের কমেছে প্রায় এক শতাংশের বেশি।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচে চলমান উত্তেজনার মধ্যে শীর্ষ রপ্তানিকারক দেশ সৌদি আরব কতৃক তেলের মূল্য হ্রাস এবং জ্বালানি তেল উৎপাদক দেশগুলো জোট ওপেকের তেল উৎপাদন বৃদ্ধির কারণে তেলের দাম কমতে শুরু করেছে।

সোমবার ১ দশমিক ০৯ শতাংশ বা ৮৬ সেন্ট কমে প্রতি ব্যারেল ব্রেন্ড ক্রুড তেল বিক্রি হয়েছে ৭৭ দশমিক ৯০ ডলারে।

অন্যদিকে ১ দশমিক ১৫ শতাংশ বা ৮৫ সেন্ট কমে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেল বিক্রি হয়েছে ৭২ দশমিক ৯৬ ডলারে।

প্রসঙ্গত, বাণিজ্যিক জাহাজগুলোর চলাচলের অন্যতম ব্যস্ত রুট লোহিত সাগর। গত বেশ কিছুদিন ধরে এই রুটে চলাচলরত জাহাজগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফলে লোহিত সাগরের এ রুটে চলাচল বন্ধ করে দিয়েছে ম্যার্স্ক, সিএমএ সিজিএমেসহ বড় বড় শিপিং প্রতিষ্ঠানগুলো।

বিশ্বের অন্যতম বড় শিপিং কোম্পানি সিএমএ সিজিএমের কর্মকর্তা ক্যালাম ম্যাকফেরসন জানিয়েছেন হামলার ঝুঁকি এড়ানোর জন্য জাহাজগুলোকে লোহিত সাগরের পরিবর্তে অন্য রুট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সাগরে ঝড় ও বৈরী আবহাওয়ার কারণে কৃষ্ণ সাগরের রুশ বন্দর নভোরোসিক বন্দর বন্ধ রয়েছে। এই বন্দর থেকেই মূলত রুশ তেলবাহী জাহাজগুলো বাইরের দেশের উদ্দেশে রওনা হয়।

এই সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, সমন্বিত শান্তি প্রচেষ্টা না হলে গাজা সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষে প্রাণের কোনো চিহ্ন নেই

ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনা: ধ্বংসাবশেষের স্থান শনাক্ত

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ অনেকে

ইসরায়েলি সরকারে ভাঙনের সুর, যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

রাফা ছেড়ে পালিয়েছে ৮ লাখ লোক: জাতিসংঘ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

বুথিডং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো আরাকান আর্মি

এবার কোভ্যাক্সিনেও পার্শ্বপ্রতিক্রিয়া! যেসব উপসর্গ দেখা দিচ্ছে

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস: আল-কাসাম ব্রিগেড

আফগানিস্তানে তিন স্প্যানিশ পর্যটককে গুলি করে হত্যা 

এই বিভাগের সব খবর

শিরোনাম :