মুন্সীগঞ্জ-১
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হাতের কবজি কেটে নিল নৌকার সমর্থকরা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থী মো. নয়ন (২৫) নামের সমর্থকের হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
রবিবার রাত ৯টায় উপজেলার চিত্রকোট ইউনিয়নের নয়াহাটি খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নয়ন চিত্রকোট ইউনিয়নের নয়াহাটি খালপাড় গ্রামের মৃত জামাল উদ্দিনের পালক ছেলে। নির্বাচনে সে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবিরের সমর্থক ছিল। এঘটনায় এলাকা চাঞ্চল্য তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোট গ্রহণ শেষে রবিবার রাত ৯টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় ৭-৮ জনের একটি গ্রুপ নয়নের ওপর হামলা করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে নয়নের বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে। গুরুতর আহত নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে ।
চিত্রকোট ইউপি চেয়ারম্যান সামছুল হুদা বাবুল বলেন, ছেলেটি রাজমিস্ত্রীর কাজ করতো, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় মারধর করে হাতের কবজি কেটে নিয়েছে নৌকার সমর্থকরা ।
সিরাজদিখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাসির উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নয়নের বাম হাতের কবজি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। বিচ্ছিন্ন কবজি খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় একই এলাকার মজিবুর রহমানের ছেলে সিফাত নামে (১৯) একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর) আসনে ৩৪ হাজার ৩২০ ভোট বেশি পেয়ে নৌকার প্রার্থী মহিউদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৯৫ হাজার ৮৬০। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবির (ট্রাক) পেয়েছেন ৬১ হাজার ৫৪০ ভোট।
(ঢাকাটাইমস/৮জানুয়ারি/এআর)
মন্তব্য করুন