মহেশপুর সীমান্তে ৮ রাউন্ড অ্যামোনিশন ও ৪টি পিস্তল উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৪, ২৩:৪৩
অ- অ+

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৮ রাউন্ড অ্যামোনিশন ও ১টি অত্যাধুনিক বিদেশি পিস্তল এবং ৩টি স্থানীয়ভাবে তৈরি পিস্তল উদ্ধার করেছে বিজিবি।

বুধবার ৫৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা, এএফডব্লিউসি, পিএসসি, জি+ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন চোরাকারবারি প্লাস্টিকের বস্তায় করে ভারত হতে বিশেষ কিছু নিয়ে আসবে। এই খবরে অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল দুইভাবে বিভক্ত হয়ে অধিনায়ক এবং উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসান সীমান্ত পিলার ৫৩/১এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মকরধ্বজপুর গ্রামের কলা বাগানের মধ্যে দুইটি পৃথক স্থানে এ্যাম্বুশ নিয়ে বসে থাকে। গোয়েন্দা তথ্যের বর্ণনা মোতাবেক ৩ জন চোরাকারবারি আনুমানিক পোনে ৪টার দিকে সীমান্ত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিবি সদস্যের উপস্থিতি টের পেয়ে তারা বস্তাসহ দৌড়ে পালানোর চেষ্টা করায় টহলদল তাদের পিছু ধাওয়া করলে চোরাকারবারিরা বস্তাটি ফেলে ঘন কুয়াশা এবং অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত কলা বাগানের মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থল তল্লাশি করে প্লাস্টিকের বস্তাটি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাটি খুলে কম্বলের ভাঁজের মধ্যে অভিনব কায়দায় ৮ রাউন্ড অ্যামোনিশন এবং ৪টি পিস্তল ও ৩টি কম্বল দেখতে পেয়ে তা জব্দ করে। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা অ্যামোনিশন ও পিস্তলগুলো আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
জুবাইদা রহমানে বদলে যেতে পারে সিলেটের ‘হিসাব-নিকাশ’
ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির কাজ চলছে: আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা