সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:১১
অ- অ+

সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুন নূর (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলায় জয়কলস ইউনিয়নের সিলেট-দিরাই আঞ্চলিক মহাসড়কের গাগলী এলাকায়া এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুন নূর গাগলী গ্রামের মৃত আফিজ মিয়ার ছেলে৷ এঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলার উদ্দেশে আসা বেপরোয়া গতির একটি যাত্রীবাহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারী আব্দুন নূরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এর পর পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ৷

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/প্রতিনিধি/পিএস)।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ রাজউক চেয়ারম্যানের
কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে বাস ডাকাতি, অস্ত্রসহ  আটক ৫
ভারত-পাকিস্তান পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ’ করছে বাংলাদেশ, সংযমের আহ্বান
নোয়াখালী কারাগারের দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা