চাঁদপুরে জব্দ ৫০০ কেজি জাটকা এতিমখানায়, দুই ব্যবসায়ীর অর্থদণ্ড

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪, ১৬:২৭
অ- অ+

চাঁদপুরের হাইমচরে অভিযান চালিয়ে জব্দ ৫০০ কেজি জাটকা এতিমখানায় বিতরণ এবং আড়তদার ও পাইকারি জাটকা বিক্রেতাসহ দুজনকে সাত হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় জাটকা পরিবহনের দায়ে জব্দ করা হয় ৭টি নৌকা।

বুধবার সকালে উপজেলার চরভৈরবী মাছঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত সকল পাইকার, পাইকারি ও খুচরা বিক্রেতা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, ক্রেতা বিক্রেতাসহ সকলকে বিশেষ কম্বিং অপারেশন এবং চলমান জাটকা রক্ষা কার্যক্রম বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন।

অভিযানে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ জানান, চরভৈরবী বাজারে জাটকা বিক্রি হয় এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৫০০ কেজি জাটকা জব্দ, ওই বাজারের একজন আড়ৎদারকে ৪ হাজার টাকা এবং একজন পাইকারি মাছ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া জাটকা পরিবহনকারী ৭ নৌকা জব্দ করা হয়।

জব্দকৃত জাটকাগুলো স্থানীয় ৮টি এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে কোস্টগার্ড হাইমচরের সিসি মোহাম্মদ এমদাদুল, কোস্টগার্ড, থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/১৭জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা