১৭ বছর পর জয়পুরহাটে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কুদ্দুস হত্যা মামলার ১৭ বছর পর দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পাঁচবিবি উপজেলার কলন্দপুর গ্রামের অফির উদ্দীনের ছেলে আনিছুর রহমান ও নজরুল ইসলাম।
মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে শেওলা খাতুনের সঙ্গে কুদ্দুসের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিকভাবে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। ২০০৫ সালের ২০ নভেম্বর রাতে তাদের আবারও ঝগড়া হলে শেওলা খাতুন আসামিদের ডেকে আনেন। এরপর কুদ্দুসকে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে কুদ্দুস ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের বড় ভাই লুৎফর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
(ঢাকা টাইমস/১৭জানুয়ারি/প্রতিনিধি/এসএ)