জামালপুরের আব্দুল করিম হত্যার নেপথ্যে বোনের পরকীয়া!

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আব্দুল করিম হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম তারা মিয়া। তিনি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী ছিলেন বলেন জানিয়েছে র্যাব।
সোমবার রাতে টাঙ্গাইলের করটিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, নিহত করিম জামালপুর সদরে মেটাডোর কোম্পানিতে চাকরি করতেন। মোটরসাইকেলযোগে তার কর্মস্থল জামালপুর সদরে যাওয়া আসা করতেন। গত বছরের ২৮ আগস্ট দুপুরে বাড়ি থেকে বের হন তিনি। রাতেও বাড়িতে না আসায় তার স্ত্রী ফোন করে তা বন্ধ পান। দুই দিন পর ৩০ আগস্ট মাদারগঞ্জের দক্ষিণ গজারিয়া দউপাড় ব্রিজের নিচের ডোবার পানি থেকে করিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
র্যাব জানায়, ঘটনার দিন করিম জামালপুর থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় তারা মিয়া দউপাড় ব্রিজের পাশে অপেক্ষা করতে থাকেন। করিম সেখানে আসার পর তারা মিয়া তাকে আটকান। পরে করিমের বোন নূরে জান্নাত ইতির সঙ্গে তারা মিয়ার সম্পর্কের বিষয় নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে তারা মিয়া ও তার চার সহযোগী করিমকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর মরদেহ ব্রিজের নিচে ডোবার পানিতে কচুরিপানার মধ্যে ফেলে দেন। এছাড়া করিমের মোবাইল ফোনটি অন্য স্থানে ফেলে দিয়ে সবাই চলে যান।
হত্যার নেপথ্য কারণ:
র্যাব জানায়, গ্রেপ্তার তারা মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, করিমের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি করিমের বোনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক জড়ান। করিমের ছোট বোনের স্বামী প্রবাসী। বিয়ের কিছুদিন পর তিনি সৌদি চলে যান। ঘটনার বছর দুয়েক আগে ইতি ও তারা মিয়ার সম্পর্কের বিষয়টি জানতে পারেন করিম। এতে ক্ষিপ্ত হয়ে তারা মিয়ার হাত ভেঙে দেন করিম। এরপর থেকে তারা মিয়া প্রতিশোধের চেষ্টা চালান। সর্বশেষ তাকে একা পেয়ে হত্যা করেন।
হত্যার পর আত্মগোপনে যান তারা মিয়া:
র্যাব-৩ এর অধিনায়ক আরিফ মহিউদ্দিন বলেন, করিমের নিখোঁজ হওয়ার পর থেকেই তারা মিয়া এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে তারা মিয়ার বড় ভাই সুলতান ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য করিমের পরিবারের লোকজনের সঙ্গে আপোষের চেষ্টা করেন। কিন্তু করিমের স্ত্রী রাজি না হয়ে গত ২৩ জানুয়ারি মাদারগঞ্জ থানায় মামলা করেন। মামলার করিমের বোন নূরে জান্নাত ইতি ও তার দেবর তারা মিয়াকে আসামি করা হয়।
(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এসএস/ইএস)

মন্তব্য করুন