নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। সোমবার বিকাল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ।
জানা যায়, গত ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক (ঈগল প্রতীক) মৃত্যুবরণ করলে এই আসনের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসন থেকে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন আমিনুল হক। তা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। কিন্তু নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্রে বিভিন্ন অসংগতি তুলে ধরে প্রার্থিতা বাতিল করেন। পরে আমিনুল হক প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি শেষে গত ২৮ ডিসেম্বর (বুধবার) হাইকোর্ট আমিনুল হকের প্রার্থিতা বৈধ বলে রায় দেন। প্রার্থিতা ফিরে পাওয়ার পরদিনই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
এর আগে ৮ জানুয়ারি এ আসনের নির্বাচনি তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী আজ ভোটগ্রহণ করা হয়।
সরেজমিন বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন ভোটাররা। পরিবেশ সুন্দর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল ছিল চোখে পড়ার মতো। নেওয়া হয়েছিল ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান।
তিনি জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৬ জন ও সাধারণ কেন্দ্রে ১৫ জন করে পুলিশ ও আনসার সদস্য ছিল। এছাড়াও গড়ে প্রতি চারটি কেন্দ্রের জন্য একটি করে পুলিশের মোবাইল টিম কাজ করেছে। পাশাপাশি স্ট্রাইকিং টিম ও রিজার্ভ টিমও কাজ করেছে। এর বাইরে সাদা পোশাকের পুলিশ, র্যাব, বিজিবি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণও দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, এ আসনে (নওগাঁ-২) চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ প্রার্থী সাবেক এমপি শহীদুজ্জামান সরকার বাবলু। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ট্রাক প্রতীকের আখতারুল আলম, ঈগল প্রতীকের মেহেদী মাহমুদ রেজা ও লাঙ্গল প্রতীকের তোফাজ্জল হোসেন।
(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন