আরসার দুই সদস্য অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৪| আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৫
অ- অ+

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গান গ্রুপের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি গভীর রাতে উখিয়া রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-কুতুপালং ব্লক-সির ক্যাম্প-৪ এর আবদুল মোনাফের ছেলে মো. জোবায়ের (২৫) ও বালুখালী ক্যাম্প-২০ এর ব্লক-এস/৩, বি/৪ এর হামিদ হোসেনের ছেলে শফি উল্লাহ (২৪)।

র‌্যাব জানায়, উখিয়ার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদক নিয়ে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন সন্দেহজনকভাবে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের নাগরিক ও ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গান গ্রুপের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
জুবাইদা রহমানে বদলে যেতে পারে সিলেটের ‘হিসাব-নিকাশ’
ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির কাজ চলছে: আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা