কক্সবাজারে স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড, ৩৭ তরুণ-তরুণী আটক

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৫| আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৯
অ- অ+

কক্সবাজারের পর্যটন জোন কলাতলীর স্পা সেন্টারের আড়ালে পতিতাবৃত্তি ও পর্যটকদের ব্ল্যাকমেইলিং করাসহ বিভিন্ন অভিযোগে ৩৭ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে।

বিচ ওয়ার্ল্ড নামে একটি হোটেলের কথিত স্পা সেন্টার থেকে চারজন ও কটেজ জোনের একটি অখ্যাত কটেজের গোপন কক্ষ থেকে ৩৩ জন তরুণ-তরুণীসহ সর্বমোট ৩৭ জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

তাদের বিরুদ্ধে পতিতাবৃত্তি ও পর্যটকদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

সোমবার দুপুরে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্পার আড়ালে নানা অপরাধ সংঘটিত করে অপরাধীরা পর্যটকদের হয়রানি করছে। অন্যদিকে নারী-পুরুষের সংঘবদ্ধ চক্র অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। এতে পর্যটন শিল্পের দুর্নাম হচ্ছে। তাই অপরাধীদের ধরতে ট্যুরিস্ট পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

গ্রেপ্তার ৩৭ জন নারী-পুরুষের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৭ বছর পর মায়ের ছোঁয়া পেলেন ডা. জোবাইদা রহমান 
আ.লীগ প্রতিরোধে ৩৫ সংগঠনের ‘জুলাই ঐক্য’-এর আত্মপ্রকাশ
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা