ভৈরবে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৫

ভৈরবে পুলিশের অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইয়াছিন মিয়া (২১), শরীফ (৩৩), আব্দুল্লাহ (২৯), মো. রানা মিয়া (৪০) ও মো. সুমন (২৪)।
বুধবার দুপুর ১২টায় শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া বাগানবাড়ির এলাকার তোফাজ্জল হোসেনের গ্যারেজে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় ।
পুলিশ সুত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটার দিকে অটোরিকশা চালক আরমান মিয়া যাত্রী নিয়া ভৈরব রেল স্টেশনে যান। সেখান থেকে যাত্রী উঠিয়ে ফেরীঘাট যাওয়ার পথে ভৈরব পৌর কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর অটোরিকশা থামিয়ে কয়েকজন যুবক চালককে ভৈরব বাজার কাঠ বাজার বালুর মাঠ সংলগ্ন শ্মশান ঘাটে নিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী আরমান মিয়ার বাবা বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন।
এই বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের প্রধানসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
(ঢাকা টাইমস/১৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন