ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের প্রবাসী সহায়তা ডেস্ক উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫১| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৩
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের আইনি সেবা দিতে প্রবাসী সহায়তা ডেস্ক চালু করেছে জেলা পুলিশ।

বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এ ডেস্কের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) নুরে আলম মিনা।

প্রবাসী এবং তাদের স্বজনরা সশরীরে এসে অভিযোগ জানানোর পাশাপাশি হটলাইন নম্বরে ফোন কল,

হোয়াটসঅ্যাপ, ইমো এবং টেলিগ্রামের মাধ্যমেও কাঙ্ক্ষিত সেবা নিতে পারবেন।

দিবারাত্রি ২৪ ঘণ্টাই সহায়তা ডেস্ক থেকে সেবা নিতে পারবেন প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা। এর আগে জেলা পুলিশ লাইনের ড্রিল শেডে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন রেঞ্জ ডিআইজি। এ সময় তিনজন প্রবাসী সিআইপিকে সম্মাননা জানানো হয়।

পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রবাস বিষয়ক পরামর্শক মো. এজাজ মাহমুদ, জেলার প্রবাসী সিআইপি আহমেদ মোত্তাকি, মো. তৌফিকুজ্জামান ও মো. কাশেম মিয়া বক্তব্য রাখেন।

ডিআইজি নূরে আলম মিনা বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। কিন্তু প্রবাসে নিজেদের সমস্যার পাশাপাশি দেশে থাকা পরিবারের সদস্যদের সমস্যায় দুশ্চিন্তায় থাকেন তারা। প্রবাসী এবং তাদের পরিবারের এসব সমস্যা গুরুত্ব দিয়ে সমাধানের জন্য পুলিশের সহায়তা ডেস্ক খোলা হয়েছে। এতে পুলিশের সঙ্গে প্রবাসী ও তাদের পরিবারের সরাসরি যোগাযোগ স্থাপন হবে। তাদের আর হয়রানি হতে হবে না।

মূলত পুলিশ ও প্রবাসীদের মধ্যে একটি সেতুবন্ধন রচনা করতেই বাংলাদেশ পুলিশ এই উদ্যোগকে জোরদার করেছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
জুবাইদা রহমানে বদলে যেতে পারে সিলেটের ‘হিসাব-নিকাশ’
ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির কাজ চলছে: আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা