রূপগঞ্জে ৯ গুণীজনকে সংবর্ধনা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ ক্যাটাগরিতে ৯ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আব্দুর রাজ্জাক ও রওশন আরা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজনদের মাঝে ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে নগরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তারা হলেন- কৃষিতে আমির হোসেন, মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন আহম্মেদ, চিকিৎসায় ডা. আইয়ুব আলী, শিক্ষায় পরিতোষ সরকার, নারী উদ্যোক্তা সমরি বেগম, রত্নাগর্ভা নারী জুখেলা বেগম, ক্লিন ইমেজের রাজনীতিবীদ কামাল আহম্মেদ রঞ্জু, অনুসন্ধানী সাংবাদিকতায় আতাউর রহমান সানী ও ফিচার সাংবাদিকতায় মাহবুব আলম প্রিয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান রাসেল আহমেদ জানান, আব্দুর রাজ্জাক ও রওশন আরা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর স্থানীয় গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। এ বছর ৯ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জজ কোর্টের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার রুবেলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট ও গবেষক মীর আব্দুল আলীম, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, অ্যাডভোকেট মেজবাহউদ্দিন আহম্মেদ, শহিদুল্লাহ গাজী, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম লিখন, শাকিল আহম্মেদসহ প্রমুখ।

(ঢাকা টাইমস/১৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :