রূপগঞ্জে ৯ গুণীজনকে সংবর্ধনা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ ক্যাটাগরিতে ৯ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আব্দুর রাজ্জাক ও রওশন আরা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজনদের মাঝে ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে নগরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান রাসেল আহমেদ জানান, আব্দুর রাজ্জাক ও রওশন আরা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর স্থানীয় গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। এ বছর ৯ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জজ কোর্টের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার রুবেলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট ও গবেষক মীর আব্দুল আলীম, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, অ্যাডভোকেট মেজবাহউদ্দিন আহম্মেদ, শহিদুল্লাহ গাজী, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম লিখন, শাকিল আহম্মেদসহ প্রমুখ।
(ঢাকা টাইমস/১৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)
মন্তব্য করুন