লেনদেনে ডলারের বিকল্প চিন্তা করার সময় এসেছে: ড. মোমেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৪ | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৫

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বৈদেশিক লেনদেনে ডলারের বিকল্প চিন্তা করার সময় এসেছে।

তিনি বলেন, আগামীতে বিশ্বের বিভিন্ন দেশ ডলার নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘ইউয়ান-টাকায় ট্রেড ও বাংলাদেশে ডলার চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) এ সভার আয়োজন করে।

ড. মোমেন বলেন, বৈদেশিক লেনদেনে ডলারের ওপর নির্ভরতা কমাতে অন্য মুদ্রা ব্যবহারের ম্যাকানিজম তৈরি করতে হবে। যার নেতৃত্ব বাংলাদেশ ব্যাংকে দিতে হবে। তবে বিষয়টি সহজ নয়। কারণ এটি নতুন কিছু। এ নিয়ে আলোচনা করতে হবে আমাদের। কারণ এখন যে অবস্থায় আছি, সামনে সেই পরিস্থিতি থাকবে কি না, তা নিশ্চিত করে বলা যাবে না। যেমন- আমরা অনেক ডলার রিজার্ভ রাখলাম। অন্যান্য দেশও রাখলো। এরই মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেলো, তাহলে ডলার কাগজে পরিণত হবে। ফলে আমাদের আগে থেকেই সতর্ক হতে হবে।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগে থেকে অন্য মুদ্রা ব্যবহার শুরু করতে পারলে হঠাৎ কোনো ঝামেলা হলে ব্যবস্থা নেয়া যাবে। তাই এখন থেকে অনুশীলন শুরু করা উচিত। আমরা প্রাথমিকভাবে ইউয়ান-টাকা, রুপি-টাকাতে লেনদেন করতে পারি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬ ফেব্রুয়ারি/এমএইচ/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ভাগ-ভাটোয়ারার গণ্ডগোলে বেনজীরের দুর্নীতি সামনে এসেছে: রিজভী

বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আ.লীগই শেষ হয়ে যাচ্ছে: সালাম

দুর্নীতি নিয়ে সরকারদলীয় লোকদের ওপর ঢালাও অভিযোগ করার সুযোগ নেই: হানিফ

স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে বিএনপির গভীর আঁতাত রয়েছে: ওবায়দুল কাদের

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগের একটা লোকও মারা যাবে না: গয়েশ্বর

আমরা বঙ্গবন্ধুর অবদানকে কখনো অস্বীকার করি না: মির্জা ফখরুল

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা প্রদর্শনে যাচ্ছে বিএনপি 

জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে উত্তরা পশ্চিম থানা বিএনপির কাপড় বিতরণ

আগ্রাসন ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াচ্ছে: ১২ দলীয় জোট

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলায় ফের নির্বাচন চান পরাজিত ৩ প্রার্থী

এই বিভাগের সব খবর

শিরোনাম :