কালিয়াকৈরে বাবার হাতে মেয়ে খুন 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩২
অ- অ+

গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে মেয়েকে গলাকেটে হত্যার পর বাবার আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে।

বুধবার দুপুর ২টার দিকে জেলার কালিয়াকৈর পৌরসভার হরিনহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪)। সে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শিবপুর কানিয়াপাড়া গ্রামের মোহাম্মদ বুলু মণ্ডলের মেয়ে। তারা কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকার চান মিয়ার আবাসিক কলোনিতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, বুধবার দুপুর ২টার দিকে কালিয়াকৈর পৌরসভার হরিনহাটি এলাকায় পারিবারিক কলহ নিয়ে বুলু মিয়া ও তার স্ত্রী সুমা আক্তারের সাথে ঝগড়া সৃষ্টি হয়। বুলু মিয়ার মেয়ে ইয়াসমিন আক্তার বৃষ্টি বাবা-মাকে ঝগড়া করতে বারণ করে। একপর্যায়ে বৃষ্টির বাবা ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে মেয়ের গলায় আঘাত করেন। পরে প্রতিবেশীরা তাকে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে মেয়ের মৃত্যুর খবরে বাবা বুলু মিয়া ওই ছুরি দিয়ে নিজেই আত্মহত্যা করার চেষ্টা করেন। এসময় তার গলা এবং বুকে আঘাত লাগে। পরে বুলু মিয়াকে আহতাবস্থায় উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান। (ঢাকা টাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
ইলন মাস্কের স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা