ভৈরবে তিন মাদককারবারি আটক
কিশোরগঞ্জের ভৈরবে পৃথকস্থানে অভিযান চালিয়ে তিন মাদককারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার বিকালে আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন-উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গকুলনগর গ্রামের মৃত জনাব আলী মিয়ার ছেলে সিদ্দিক আলী (৫৬), পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৪১) ও পৌর শহরের হাবিবুর রহমানের ছেলে জুয়েল মিয়া (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার গকুলনগর থেকে সিদ্দিক আলীকে, পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকা থেকে জাহাঙ্গীরকে এবং শহরের বঙ্গবন্ধু সরণি এলাকা থেকে জুয়েল মিয়াকে আটক করা হয়।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, আটক তিনজন ভৈরবের শীর্ষ মাদককারবারি। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)