৩৬ পুলিশ সুপার পাচ্ছেন ‘বিপিএম’ ‘পিপিএম’ পদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৪| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৫
অ- অ+

বিভিন্ন জেলার পুলিশ সুপার (এসপি) পদে দায়িত্ব পালন করা ৩৬ জন কর্মকর্তা পুলিশের সর্বোচ্চ পদক ‘বিপিএম’ ও ‘পিপিএম’ পদক পাচ্ছেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এ বছর কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিপিএম এবং পিপিএম পাচ্ছেন ৪০০ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্য।

চার ক্যাটাগরিতে পদক পাওয়া পুলিশ সুপার (এসপি) হলেন- ঢাকার মো. আসাদুজ্জামান, কুড়িগ্রামের আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, টাঙ্গাইলের পুলিশ সুপার (বর্তমানে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়সার, রংপুরের পুলিশ সুপার (বর্তমানে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত) মো. ফেরদৌস আলী, নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, কক্সবাজারের মো. মাহফুজুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, জয়পুরহাটের মোহাম্মদ নূরে আলম, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ঝিনাইদহের পুলিশ সুপার মো. আজিম-উল-আহসান, কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, বরগুনার পুলিশ সুপার মো. আব্দুস সালাম, খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান, রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, শরীয়তপুরের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, ঝালকাঠি জেলার পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, রাজশাহীর পুলিশ সুপার মো. সাইফুর রহমান।

এবার অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ৬০ জনকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা,কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা এবং ২১০ জনকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা দেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এসএস/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা