টঙ্গীতে ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৯ | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৯

গাজীপুরের টঙ্গীতে ছয়তলা ভবনে আগুন লেগেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে টঙ্গী বাজার এলাকায় মরিয়ম ম্যানশনে এ আগুন লাগে। এসময় প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় টঙ্গী ফায়ার সার্ভিসের বিশেষ একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট ও উত্তরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

জানা গেছে, সকালে হঠাৎ ভবনটির চারতলায় ধোঁয়ার কুন্ডলি দেখতে পান স্থানীয়রা। এ সময় তারা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভাতে ব্যর্থ হলে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আপৎকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, বুধবার সকালে মরিয়ম ম্যানশন নামক একটি ছয়তলা ভবনের চার তলায় থাকা একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগার খবর পাই। ভবনটির পাঁচতলায় থাকা কয়েলের গুদামে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের বিশেষ একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিটের আপৎকালীন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার প্রায় এক ঘণ্টা ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে পুড়ে ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :