যুক্তরাষ্ট্রে ব্রাজিলের দুটি প্রতিপক্ষ চূড়ান্ত, সূচি ঘোষণা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৪

আগামী মাসেই ইউরোপীয় দুই পরাশক্তি ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তারপর আবার কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা দুটি ম্যাচ খেলবে। যার একটি প্রতিপক্ষের নাম আগেই জানা গিয়েছিলো। এবার দ্বিতীয় প্রতিপক্ষের নামও জানা গেলো।

ইউএস সকার মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জানিয়েছে, ১২ জুন ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডোতে হবে ব্রাজিল-যুক্তরাষ্ট্র ম্যাচটি। তার আগে ৮ জুন মেক্সিকোর বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যা গত ডিসেম্বরে নির্ধারিত করেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

এদিকে মঙ্গলবার ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও চূড়ান্ত করেছে জুনে তাদের বিপক্ষে খেলা দুই প্রতিপক্ষের নাম। ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে খেলে কোপার প্রস্তুতি সারবে মেসি-মারিয়ারা।

যুক্তরাষ্ট্রের মাটিতে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা কোপার আসর বসবে আগামী জুন-জুলাইয়ে। কোপা আমেরিকা ২০ জুন শুরু হলেও, ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে ২৪ জুন। ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে সে ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কোস্টারিকা কিংবা হন্ডুরাস। এবারের আসরে সেলেসাওরা পড়েছে ‘ডি’ গ্রুপে। ওই গ্রুপে তারা কলম্বিয়া ও প্যারাগুয়েকে পেয়েছে। এছাড়া কোস্টারিকা ও হন্ডুরাসের একটিকেও গ্রুপসঙ্গী হিসেবে পাবে ব্রাজিল। মধ্য আমেরিকান দল দুটি কোপা আমেরিকায় সুযোগ পেতে ২৩ মার্চ প্লে-অফ খেলবে।

লাতিন আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে নয়বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। যেখানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে ১৫ বার। আসন্ন ৪৮তম আসরে আলবিসেলেস্তেরা গ্রুপ অব ডেথ ‘এ’তে পড়েছে। যেখানে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পেরু, চিলি, প্লে-অফে বিজয়ী একটি দলকে। (ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশে আবারো শুরু হচ্ছে বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ!

বিশ্বকাপে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের

কবে উন্মোচন করা হবে টাইগারদের বিশ্বকাপ জার্সি?

বিশ্বকাপের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

বাংলাদেশের বিশ্বকাপ দলকে নিয়ে যে বার্তা দিলেন মাশরাফি

অবসরের ঘোষণা দিলেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী

বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বড় সুখবর দিলেন শান্ত

সাইফউদ্দিনের বদলে সাকিবকে দলে নেওয়ার নতুন ব্যাখ্যা দিলেন হাথুরু-শান্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :