শাহবাগ থানার ডাম্পিং স্টেশনে পুরনো যানবাহনে আগুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৫ মার্চ ২০২৪, ১৭:০৫

রাজধানীর শাহবাগ থানার ডাম্পিং স্টেশনের পেছনে জব্দ করা পুরাতন যানবাহন ও যন্ত্রাংশে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পলাশী এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৩টি ইউনিট পাঠানো হয়। বেলা ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঢাকাটাইমস/০৫মার্চ/ইএস

মন্তব্য করুন