ফার্মগেটের সেজান পয়েন্টে ২০০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৪, ২১:৩৫
অ- অ+

রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেটে দুটি স্বর্ণের দোকান থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ পাওয়া গেছে। মার্কেটের চার তলার দুইটি দোকান থেকে এসব স্বর্ণ চুরি হয় বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

বুধবার সকালে দোকান মালিকরা দোকান খুলে লুটের বিষয়ে জানতে পারেন। এরপর তারা বিষয়টি পুলিশকে জানান। দোকান মালিকদের দাবি, ২০০ ভরির বেশি স্বর্ণ লুট করা হয়েছে।

মার্কেটে চুরির ঘটনা তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, সিসি ফুটেজ দেখে চোর শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করা হবে।

স্বর্ণের দোকানের এক কর্মী জানান, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে মার্কেট কমিটি থেকে ফোন পাই। কমিটি থেকে জানানো হয় স্বর্ণের দোকানে চুরি হয়েছে। পরে মার্কেটে এসে দেখি দোকানের কেচিগেট ভেঙে দোকানে ঢুকেছে চোর চক্র। পরে দোকানে ঢুকে দেখি এক পিস নাকফুলও নেই। আমাদের দোকানে দেড়শো থেকে ১৮০ ভরি স্বর্ণ ছিল। টাকার মূল্যে যা প্রায় দুই কোটি টাকা।

দোকানের এই কর্মী বলেন, সিসিটিভির ফুটেজে দেখা যায় রাত ৪টা ১৫ মিনিটের দিকে কেচিগেট কেটে দোকানে ঢুকে চোর। পরে সব স্বর্ণ চুরি করে নিয়ে যায়। আমরা চাই অতি দ্রুত চোরচক্রকে ধরে আইনের আওতায় আনা হোক।

(ঢাকাটাইমস/০৬মার্চ/টিআই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে মুখোমুখি করুন: সরকারকে তারেক রহমান
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
আ. লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা