শনিবার কুসিক নির্বাচন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে শনিবার। এরই মাঝে সকল প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন।
শুক্রবার সকাল ৯টা থেকে কুমিল্লা জিলা স্কুল মাঠে জড়ো হচ্ছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেলা ১১টা থেকে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া কার্যক্রম শুরু করা হয়।
বেলা ১টার দিকে সর্বশেষ নির্বাচনি প্রস্তুতি সম্পর্কে ঢাকা টাইমসের সঙ্গে কথা বলেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।
তিনি বলেন, দুপুর ৩টার মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হবে। আজ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। সিটি কর্পোরেশনের ১০৫টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ৫জন পুলিশ সদস্য ও ১২ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে ১টি করে মোবাইল টিম কাজ করবে। প্রতি ৩টি ওয়ার্ডের জন্য আজ থেকেই একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া পুরো সিটিতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। র্যাবের টিম মোতায়েন থাকবে ২৭টি। পুলিশের স্ট্রাইকিং ফোর্স থাকবে ২৭টি। সাধারণ স্ট্রাইকিং ফোর্স থাকবে দুটি।
এদিকে তিন প্রার্থী অভিযোগ করে বলেন, তাদের কর্মীদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। ভোট কেন্দ্রে যাওয়ার পথে বাধা প্রদান করতে পারে তাদের। প্রার্থীদের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরহাদ হোসেন বলেন, ভোটকেন্দ্রে আসতে যদি কোনো প্রকার ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটে। তাহলে তাৎক্ষণিক ওই ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। আমরা ৫ মিনিটের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবো।
রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ফলাফল ঘোষণা করার ক্ষেত্রে কোনো প্রকার কারচুপির সুযোগ নেই। আশা করছি, উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে পারবো।
(ঢাকাটাইমস/৮ মার্চ/প্রতিনিধি/পিএস)
মন্তব্য করুন