ধোলাইপাড়ে অজ্ঞান পার্টির কবলে পড়ে সিএনজি চালকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৪, ০৮:৪৬| আপডেট : ১১ মার্চ ২০২৪, ১০:৫৩
অ- অ+

রাজধানীর ধোলাইপাড়ে অজ্ঞান পার্টির কবলে পড়ে এক সিএনজি অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

রবিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। রাত পৌনে ১২টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মো. মফিজ (৫২) টাঙ্গাইল সদরের রাঙ্গা চিড়া গ্রামের করিম বেপারীর ছেলে। রাজধানীর শ্যামপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

সিএনজি অটোরিকশার মালিক আল আমিন বলেন, “মফিজ আমার গাড়িটি ভাড়ায় চালাতেন। রবিবার রাতে ধোলাইপাড় গোল চত্বরের এক ফলের দোকানদার আমার সিএনজিতে লেখা মোবাইল নম্বর দেখে ফোন দিয়ে জানায়, আমার গাড়ির ড্রাইভার নাকি সিএনজির ভেতরে অচেতন হয়ে পড়ে আছে। পরে আমি দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানান, মফিজ বেঁচে নেই।”

প্রতারক চক্রের সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে গাড়িতে ফেলে রেখে গেছে ধারণা করছেন গাড়ির মালিক আল আমিন। তিনি বলেন, “চালকের আসন ভেতর থেকে ছিটকিনি দিয়ে আটকানো থাকায় গাড়িটি নিয়ে যেতে পারেনি তারা।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা