উত্তরায় কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৪, ০৮:৫৯| আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৯:৩৮
অ- অ+
ফাইল ফটো

রাজধানী উত্তরায় কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন আগুন সম্পূর্ণভাবে নির্বাপনের কাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক। মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটের দিকে ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পাশের কাঁচাবাজারে আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে তারা কাঁচাবাজারটিতে ছোট আগুন দেখতে পান। এরপর ১০-১৫ মিনিটের মধ্যে বড় আকার ধারণ করে। দাউ দাউ করে জ্বলতে থাকে। রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তারা জানান, সেখানে কাঁচাবাজার ছাড়াও লেপ-তোশক এবং ফার্নিচারের দোকান ছিল। এসব মালামাল আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। ১০টি ইউনিটের চেষ্টায় বড় ধরনের আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ছোট ছোট আগুন বা ছাইচাপা আগুন রাত ৩টার পরও জ্বলতে দেখা যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দোকানদাররা ছুটে এসে জীবনের ঝুঁকি নিয়ে মালপত্র বের করার চেষ্টা করলেও খুব বেশি কিছু বের করতে পারেননি।

(ঢাকাটাইমস/১২মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা