‘মেসেজ টু কমিশনার’-এ বার্তা, সরানো হলো সেই ৭০০ গ্যাস সিলিন্ডার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৪, ১০:০৮| আপডেট : ১২ মার্চ ২০২৪, ১২:২২
অ- অ+

দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুরের বাগানবাড়ি সড়কে বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডার রাখা হয়েছিল। এসব সিলিন্ডার থেকে বড় ধরনের ঝুঁকি এড়াতে স্থানীয় একজন ছবি তুলে ‘মেসেজ টু কমিশনার’ (এম২সি)-এ জানান। পরে সোমবার রাতে কাফরুল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সাতশ গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বিল্লাল হোসেন আকন্দ নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। বলা হয়, সোমবার রাতে মিরপুর-১৩ এপেক্স গার্মেন্টসের ২ ইউনিটের মাঝখানে বাগানবাড়ি নামক রোডে অভিযান পরিচালনা করে রাস্তা দখল করে রাখা সাত শতাধিক গ্যাস সিলিন্ডার রাখার দায়ে বিল্লাল হোসেন আকন্দ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরিয়ে ফেলা হয় সিলিন্ডারগুলো।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ‘ম্যাসেজ টু কমিশনার’ (এম২সি) চালুর পর অনেকে সেখানে বিভিন্ন সমস্যা, অভিযোগ, ইন্টেলিজেন্স, মতামত জানাতে পারেন। এতে নাগরিকরা দ্রুত ও স্মার্ট পুলিশি সেবা পাচ্ছেন।

যে নম্বরে সেবা মিলবে

গত অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ‘মেসেজ টু কমিশনার’ সেবা চালু করেন। এজন্য দুটি মোবাইল নম্বর রাখা হয়েছে, যা সরাসরি কমিশনারের অফিস থেকে নিয়ন্ত্রিত হয়। যেকোনোভাবে এই দুই নম্বরে নগরবাসী তাদের সমস্যা মতামত জানাতে পারবেন। নম্বরগুলো হলো- ০১৩২০-২০২০২০ ও ০১৩২০-১০১০১০। এই নম্বরে মেসেজ কিংবা হোয়াটস অ্যাপ করলে ফিরতি মেসেজ দিয়ে সেটা নিশ্চিত করা হয়। তারপরই সমস্যা সমাধানে কাজ শুরু করে পুলিশ।

(ঢাকাটাইমস/১২মার্চ/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা