কোনাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় কামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন বলে জানা গেছে।
শুক্রবার বিকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাই মো, আক্তার হোসেন জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন কামালা হোসেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
নিহত কামাল হোসেন যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
(ঢাকাটাইমস/১৫মার্চ/এএম/ইএস)

মন্তব্য করুন