জামালপুরে পুনাকের ইফতার সামগ্রী বিতরণ

জামালপুরে পুনাক কর্তৃক জেলা পুলিশে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), জামালপুরের উদ্যোগে জামালপুর জেলা পুলিশে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
জামালপুর পুনাক সভানেত্রী সানজিদা হক মৌয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ বলেন, পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় পুনাক আর্তমানবতার সেবায় সামাজিক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে যে-সব কর্মসূচি গ্রহণ করছে তা সত্যিই প্রশংসনীয়। জেলা পুলিশের অধস্তন কর্মচারী আউটসোর্সিং, তাদের জীবন যাত্রার মানোন্নয়নের লক্ষ্যে পুনাক জামালপুরের এই আয়োজন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা-কর্মচারী ও আউটসোর্সিং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/১৫মার্চ/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন