রাজধানীর পাটুয়াটুলিতে ছাপাখানায় আগুন

রাজধানীর পাটুয়াটুলির ঘি পট্টি এলাকার একটি ছাপাখানায় আগুন লেগেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিদুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে জানানো হয়, রাত ৯টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সদরঘাট, সূত্রাপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ০৬টি ইউনিট আগুন নেভাতে যায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বলেন, রাত ৯টা ৩৮ মিনিটে পাটুয়াটুলির ঘি পট্টি এলাকায় জিনাত প্রিন্টিং ওয়ার্কস নামে একটি প্রেসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে রাত পৌনে দশটায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপন কাজ শুরু করে।
এখন পর্যন্ত হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/১৫মার্চ/এসআইএস)

মন্তব্য করুন