সবকিছুতে সরকারের ওপর নির্ভরশীল না হওয়ার আহ্বান

সবকিছুতে সরকারের ওপর নির্ভরশীল না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
তিনি বলেছেন, আমাদের কমিউনিটিকে সবকিছুতে এঙ্গেজ (সম্পৃক্ত) করা খুব প্রয়োজন। সবকিছু সরকারের ওপর নির্ভরশীল হওয়া যাবে না। আমরা নাগরিকরা এবং আমাদের পুরো সমাজের আমরা সবাই যদি একসঙ্গে একটা উদ্যোগ নিই তাহলে সেটা সফল হওয়ার সম্ভাবনা অনেক।
শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, আমি মনে করি আমাদের এই লেকগুলো এত সুন্দর লেক এগুলোকে আমরা যদি আবার জীবিত করতে পারি তাহলে কিন্তু অনেক কিছু করার সুযোগ আছে। আর এটা করা সম্ভব। এটা একটা উদ্যোগের ব্যাপার।
বর্তমানে রাজধানীর খালগুলো দেখভালের দায়িত্বে রাজউক থাকলেও উদ্বোধন অনুষ্ঠানে খালগুলো সিটি করপোরেশনকে বুঝিয়ে দিতে দাবি জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, যে দাবি জানানো হয়েছে এই বিষয়ে আমি প্রধানমন্ত্রীর অফিসে একটা মিটিং ডাকব। সেখানে রাজউক, সিটি করপোরেশন, আমাদের সোশ্যাল সোসাইটি এবং ওয়াসাকে আমরা ডাকব। কারণ ওয়াসা সবসময় বলে যে আমাদের ড্রেনেজ আছে আবার ড্রেনেজ নেই। তাই আমার মনে হয় একটা সমন্বয় করে আমাদের এই কাজগুলো করতে হবে। এটা আমি করব।
তিনি বলেন, আমাদের মেয়র বলেছে আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে যে কাজগুলো করতে পারি সেই উদ্যোগগুলোও আমাদের নেওয়া উচিত। এখন টেকনোলজি কিন্তু অনেক আপডেট হয়ে চলে এসেছে। লো-কস্টে (সর্বনিম্ন খরচে) কিন্তু আমাদের অনেক সলিউশন (সমাধান) আছে। এগুলো কিন্তু আমাদের বিবেচনা করা উচিত। আপনাদের আজকের এই উদ্যোগ সফল হোক আমি সেটাই কামনা করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো.আতিকুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত সহ বিভিন্ন দূতাবাস থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ।
(ঢাকাটাইমস/১৬মার্চ/এমআই/ ইএস)

মন্তব্য করুন